রেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, তারাতলা-জোকা মেট্রোর পিছনে এই দুজনের অবদান অনেক।
মাতৃবিয়োগের জন্য প্রধানমন্ত্রী বাংলায় আসতে পারেননি। কিন্তু গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যসে আমদাবাদ থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারমধ্যে ছিল জোকা-তারাতলা মেট্রোও।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘শোভন চট্টোপাধ্যায় এই প্রকল্পের জমি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পরবর্তীতে উল্লেখযোগ্য ভূমিকা নেন কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম।’
এই প্রকল্পকে নিজের স্বপ্নের প্রকল্প বলে উল্লেখ করেন মমতা। তিনি বলেন, ‘আমি ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন এই জোকা-তারাতলা মেট্রো প্রকল্প অনুমোদন করেছিলাম। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল শিলান্যাস করেছিলেন। আমার কাছে এই প্রকল্প স্বপ্নের মতো। তার আজ সূচনা হল।’ সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, রেলমন্ত্রী থাকাকালীন তিনি ভিশন ডকুমেন্টে কী কী দিয়েছিলেন।