এবার রাজ্যজুড়ে সরকারি স্কুলগুলির চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে রাজ্য স্কুলশিক্ষা দফতরের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত নভেম্বর মাসের পয়লা তারিখ থেকে শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত বেতন চালু করা হবে। স্বাভাবিকভাবেই নতুন বছর শুরুর আগে খুশি রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা। সরকারি স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ১০ হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে। বাংলার সরকারি স্কুলে কয়েক হাজার কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। দীর্ঘ দিন ধরেই চুক্তির ভিত্তিতে কাজ করে আসছেন তাঁরা।
প্রসঙ্গত, ছাত্রছাত্রীদের স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও কম্পিউটার প্রশিক্ষকেরা স্কুলের বিভিন্ন ধরনের অনলাইনের কাজও করে থাকেন। ছাত্রছাত্রীদের জন্য চালু করা সরকারি প্রকল্প কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী-সহ নানা প্রকল্পের অনলাইনে ফর্ম পূরণের মতো একাধিক কাজ করতে হয় ওই কম্পিউটার শিক্ষকদের। একই সঙ্গে করতে হয় স্কুলের ডিটিপি সংক্রান্ত কাজও। আর সেই প্রেক্ষাপটেই দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষিকারা বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন। এবার তাদের দাবি পূরণের পদক্ষেপ নিল রাজ্য সরকার।