আপাতত স্থগিত রইল সিদ্ধান্ত। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে রাজ্যের স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া এখনই শুরু করছে না স্কুলশিক্ষা দফতর। গত ২৯শে সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ৩১শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া বন্ধ থাকবে।
পাশাপাশি, এ-ও জানানো হয়েছিল যে, এই সময়ের মধ্যে বদলির জন্য আবেদন করতে পারবেন শিক্ষকরা। বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১শে ডিসেম্বরের পরেও বদলি প্রক্রিয়া স্থগিত রাখা হবে। আপাতত নতুন করে আর কেউ এই পোর্টালে বদলির জন্য আবেদন করতে পারবেন না।