প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল-ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি। এবার ফের জ্বালানির দামের পরিবর্তন ঘটাল তারা। আসলে বিশ্ব বাজারে লাগাতার ঊর্ধ্বমুখী অশোধিত তেলের দাম৷ গত ২৪ ঘণ্টায় ক্রুডের দাম প্রায় ১ ডলার বেড়ে গিয়ে প্রতি ব্যারেলে ৮৪ ডলার হয়েছে ৷ এর মধ্যে বৃহস্পতিবার সরকারি তেল সংস্থার জারি করা পেট্রোল ও ডিজেলের দামেও বদল দেখা গিয়েছে। তবে অন্যান্য দিনের মতো এদিনও দিল্লী-মুম্বই-সহ দেশের নানা শহরে সামান্য হেরফের হয়েছে তেলের দামে। মুম্বইয়ে পেট্রোলের দর ১০৬.৩১ টাকা।
ডিজেল বিকোচ্ছে ৯৪.২৭ টাকায়। চেন্নাইয়ে পেট্রোলের দাম হয়েছে ১০২.৬৩ টাকা। এবং ডিজেলের দাম ৯৪.২৪ টাকা। কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। এবং ডিজেল ৯২.৭৬ টাকা।