২০১৯ সালের লোকসভা ভোটে বাংলায় ১৮টি আসন পেয়েছিল বিজেপি। বর্তমানে দলের সংগঠনের যা অবস্থা, সেই আসনের অর্ধেকও ২০২৪-এ ধরে রাখা যাবে না। দলের অভ্যন্তরীণ রিপোর্টে এমন ইঙ্গিত পাওয়ার পরই নড়েচড়ে বসেছে দিল্লি। চিন্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সকলেই।
আর সে কারণে আগামী বছরেই রাজ্যে ২৪টি লোকসভা কেন্দ্রে ২৪টি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন শাহ-নাড্ডারা। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তা জানিয়েও দেওয়া হয়েছে। নতুন বছর থেকেই এই কাজে ঝাঁপিয়ে পড়বেন তাঁরা।
যে লোকসভা কেন্দ্রগুলিতে নজর দিয়েছে বিজেপি সেগুলি হল, উত্তর কলকাতা, মথুরাপুর, আরামবাগ, কাঁথি, তমলুক-সহ আরও কয়েকটি কেন্দ্র। দলের কাছে যা রিপোর্ট গিয়েছে, তাতে এই মুহূর্তে লোকসভা ভোট হলে খুব বেশি হলে ৬ থেকে ৭টি আসনে জয় আসতে পারে বিজেপির। অর্থাৎ একলাফে এক তৃতীয়াংশ আসন কমবে।