বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আঞ্চলিক কমিটিতে রাজ্যের কোনও প্রতিনিধি না থাকা নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। কমিটি গঠনের পর প্রথমেই হতে দেখা গিয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তিনি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে কেন্দ্রের এই সংস্থার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। আর এবার প্রতিবাদ জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে আঞ্চলিক কমিটিতে রাখা নিয়ে তিনি ইউজিসিকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন জানিয়েছেন।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের বহু বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলির আন্তর্জাতিক স্তরে যথেষ্ট নাম রয়েছে। তা সত্ত্বেও কমিটিতে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস।
তিনি জানিয়েছেন, ‘আমি ইউজিসির মাননীয় চেয়ারম্যানকে চিঠি লিখে আবেদন জানাবো যাতে বাংলা যাতে কোনও প্রতিনিধিকে কমিটিতে রাখা হোক।’ উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষাকে আরও উন্নত করে তুলতে এবং শিক্ষানীতি নিয়ে পথ নির্দেশক করতে সারা দেশে ৫টি আঞ্চলিক কমিটি তৈরি করেছে ইউজিসি। যার মধ্যে উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের কমিটির মধ্যে রয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। অথচ এই কমিটিতে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রতিনিধি হিসেবে রাখা হয়নি।