বর্ষবরণের মরশুমে জোড়া সুখবর কলকাতাসীর জন্য। প্রথমত, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ রবিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও ইস্ট-ওয়েস্ট রুটে চলবে অতিরিক্ত মেট্রো। ১লৃ জানুয়ারি রবিবার হওয়া সত্ত্বেও দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবা শুরু হবে ভোর ৬টা ৫০ মিনিটে। তবে শেষ মেট্রোর সময়সূচীতে কোনও পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয়ত, সোমবার ২রা জানুয়ারি সকাল ৮টা থেকে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা আরম্ভ হতে চলেছে। রবিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯টায়। সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে দু’প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়ে সকাল ন’টায়। কিন্তু ১লা জানুয়ারি সকাল থেকেই রাস্তায় ভিড় থাকবে। ওই দিন আবার দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব পালিত হয়। সে কথা মাথায় রেখেই ১লা জানুয়ারি অর্থাৎ রবিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবা দিনের প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬টা ৫০ মিনিটে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে দিনভর ১৩০টির বদলে ১৮৮টি মেট্রো চলাচল করবে। ইস্ট-ওয়েস্ট রুট অর্থাৎ শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকে। কিন্তু ১লা জানুয়ারি যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে এই রুটে মেট্রো চালানো হবে। সকাল ৯টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত আধঘণ্টা অন্তর মেট্রো চলবে বলে জানানো হয়েছে।
এর পাশাপাশি, নতুন বছরেই যাত্রী নিয়ে ছুটবে জোকা-তারাতলা মেট্রো। তবে সময়সূচী এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মেট্রোর মুখ্যজনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। সোমবার ২রা জানুয়ারি সকাল ৮টা থেকে পরিষেবা শুরুর কথা। প্রায় আধ ঘণ্টা অন্তর মেট্রো পাবেন যাত্রীরা। চলবে রাত আটটা পর্যন্ত। একটি ট্রেনই যাতায়াত করবে। তবে নয়া এই মেট্রোলাইনে ইস্ট-ওয়েস্টের মতো প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর নেই। আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের মঞ্চ থেকেই এই মেট্রোরুট উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। পরদিন শনিবার। বর্ষশেষের দিন। তাই একেবারে নতুন বছরে সোমবার থেকেই যাত্রী নিয়ে মেট্রো ছুটতে দেখা যাবে। সর্বনিম্ন ভাড়া থাকছে পাঁচ টাকা আর সর্বোচ্চ ২০ টাকা। সিগন্যালিং ব্যবস্থা চালু না হওয়ায় এই লাইনে এখনই একাধিক ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। অনেকেই বলছেন, এটা অনেকটা জয় রাইড এখনও ওই রুটের সবকটি স্টেশনে স্মার্ট কার্ড গেট বসানো হয়নি, তাই ট্রেন চালু হলে সেক্ষেত্রে কাগজের টিকিটেই যাত্রীরা যাতায়াত করবেন। এই মেট্রো চালু হওয়ায় অবশেষে বেহালাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে। জোকা থেকে তারাতলার দূরত্ব ৬.৫ কিলোমিটার। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা – এই ছ’টি স্টেশন রয়েছে এই রুটে। স্বাভাবিক গতিতে মেট্রো ছুটলে জোকা থেকে তারাতলা যেতে লাগবে ১২-১৪ মিনিট। মেট্রোসূত্রে খবর, এই অংশটুকুর কাজ শেষ করতেই আড়াই হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে।
