একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। আর সেই লক্ষ্যেই এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। মেঘালয়ের সঙ্গে ত্রিপুরাতেও ভোট প্রচারে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের একটি সূত্রের খবর, জানুয়ারির মাঝামাঝি মমতা-অভিষেক ত্রিপুরায় যেতে পারেন। তার আগেই রাজ্যে ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। আগামী ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মমতা-অভিষেক রাজ্যে প্রচার করলে ত্রিপুরায় তৃণমূলের পালে হাওয়া আরও জোরদার হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এমনিতেই জোর কদমে ভোটের প্রস্তুতি চালাচ্ছে তৃণমূলের ত্রিপুরা প্রদেশ কমিটি। তৃণমূলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি পীযূষকান্তি বিশ্বাস জানান, মেঘালয়ে মমতা-অভিষেকের সভা করার কথা রয়েছে। সেদিনই তাঁরা আগরতলায় আসবেন। পীষূষবাবু বলেন, “ভোটের বিজ্ঞপ্তি জারি হলেই ত্রিপুরায় সভা করবেন মমতা। প্রকাশ্য জনসভা হবে। সংবাদমাধ্যমের সঙ্গেও আলাদাভাবে মিলিত হবেন তৃণমূল নেত্রী। পরে রবীন্দ্র ভবনে দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে সভা করবেন। সেখানে নির্বাচনী রণকৌশল ও প্রস্তুতি নিয়ে তাঁদের নির্দেশিকা দেওয়া হবে।” দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও জানুয়ারির মাঝামাঝি এই কর্মসূচি হতে পারে বলে তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে। বিধানসভা ভোটে প্রার্থী বাছাইয়ের কাজও অনেকটা এগিয়ে গিয়েছে বলেই এদিন জানান পীষূষবাবু।