মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে প্রাথমিক নিয়োগের প্রথম পর্বের ইন্টারভিউ। এবছর স্বচ্ছতা আরও দৃঢ় করতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপের পথে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রত্যেক পরীক্ষককে দেওয়া হবে ল্যাপটপ। অ্যাপটিউড টেস্ট এর নেওয়ার সঙ্গে সঙ্গে সেই নম্বর অনলাইনে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে পাঠিয়ে দেবেন পরীক্ষকরা। অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয়বার নম্বর সংশোধনের জায়গা দেবে না পর্ষদ। প্রত্যেক পরীক্ষক পৃথক পৃথকভাবে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সার্ভারে অনলাইনে নম্বর আপলোড করে দেবেন।
প্রসঙ্গত, আজ এই পদ্ধতি পুরোপুরি ভাবে তৈরি করা না গেলেও আগামী ইন্টারভিউ প্রক্রিয়া থেকে এই পদ্ধতি পুরোপুরি কার্যকর করবে পর্ষদ। পেনসিল নয়, হার্ড কপিতে পেনে দেওয়া হবে নম্বর। উল্লেখ্য, এর আগে ইন্টারভিউ দেওয়ার জন্য সাধারণত এই পদ্ধতি অবলম্বন করেনি পর্ষদ। মূলত, বিভিন্ন জেলার ডিপিএসসিতে ইন্টারভিউ নেওয়া হত। অনলাইনে সরাসরি পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে নাম্বার পাঠিয়ে দেওয়ার নজির সাম্প্রতিক সময় পর্ষদের তরফে নেই। সম্ভবত আগামী পর্যায়ের ইন্টারভিউ প্রক্রিয়া থেকেই নতুন এই নিয়ম কার্যকর করতে চলেছে পর্ষদ। আজ ২০০-রও বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেবে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই মর্মেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বুধবার। জানুয়ারি মাসেও ইন্টারভিউ নেওয়ার জন্য একাধিক দিন ধার্য করা হবে, পর্ষদ সূত্রে জানা গিয়েছে এমনটাই।