যত দিন যাচ্ছে ততই ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। বিশেষ করে গানে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া পোশাক নিয়েই বিবাদের শুরু। ফলস্বরূপ অভিনেত্রীকে ‘বেশরম’ তকমা দিতেও পিছপা হননি নিন্দুকেরা। উপরন্তু রাজনৈতিক নেতা-মন্ত্রীদের মন্তব্যে বিতর্কের স্ফুলিঙ্গ আরও বেড়েছে বই কমেনি। এবার সেই প্রেক্ষিতেই কড়া কথা শোনালেন স্বরা ভাস্কর। তাঁর কথায়, ‘এসব নিয়ে চর্চা করা বোকামি ছাড়া কিছুই নয়।’
স্বরা ভাস্কর বরাবরই স্পষ্টকথা বলেন। এবার ‘পাঠান’-এর ‘বেশরম’ বিতর্ক নিয়েও মুখ খুললেন তিনি। দিন কয়েক আগে এই গান মুক্তি পেতেই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। তবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি বিতর্কে শাহরুখ মুখ খোলার পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা আরও খেপে ওঠেন। আর সেই প্রেক্ষিতেই এবার আওয়াজ তুললেন স্বরা ভাস্কর।
অভিনেত্রীর কথায়, ‘সাম্প্রদায়িক বিদ্বেষ না ছড়িয়ে নেতা-মন্ত্রীদের উচিত দেশের মানুষের বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করা। সেটা না করে তাঁরা খুঁচিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। কেন্দ্রের শাসকদল তথা আরএসএস এমন আচরণ করে যেন তাঁরা সমগ্র হিন্দু সম্প্রদায়ের হয়ে কথা বলছে। যেটা একেবারে সঠিক নয়।’ তিনি আরও বলেন, ‘নিজেদের রাজনৈতিক স্বার্থচরিতার্থ করার জন্য মানুষের ধর্মীয় বিশ্বাসকে হাতিয়ার করে তাঁরা। যেটা আরও ভয়ানক।’