দেশের ‘মোস্ট সেলিব্রেটেড ব্যাঙ্কার’ ছিলেন তিনি। তবে অবৈধভাবে ৩ হাজার কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোছার। ছন্দার স্বামী দীপক কোছারকেও গ্রেফতার করেছে সিবিআই।
গত বছর নিয়ম বহির্ভূত ভাবে ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূতকে ঋণ পাইয়ে দেওয়ায় অভিযোগ উঠেছিল ছন্দার বিরুদ্ধে। অভিযোগ, নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতি লঙ্ঘন করে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ভিডিওকন সংস্থাকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দিয়েছেন ছন্দা। আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও থাকাকালীন ভিডিওকনকে তিনি যে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ দিয়েছিলেন, সেটা ছিল বেআইনি। ওই ঋণ পাইয়ে দেওয়ায় ছন্দা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা লাভবান হয়েছেন।
ওই ঋণ অনুমোদিত হওয়ার কিছুদিনের মধ্যেই চন্দার স্বামীর নিউ পাওয়ার রিনিউয়েবলে বিনিয়োগ করেন ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূত। সম্প্রতিই নিউপাওয়ার রিনিউএবেল প্রাইভেট লিমিটেড-এর মালিক তথা ছন্দার স্বামী দীপক কোছার এবং ভিডিওকন গোষ্ঠীর বেণুগোপাল ধুতের মধ্যে অবৈধ আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করছে সিবিআই। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর আইসিআইসিআই ব্যাঙ্কের তরফেই ছন্দার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়। গতবছর ছন্দাকে বরখাস্ত করে সংস্থা। অবশেষে এবার সিবিআই তাঁকে গ্রেফতার করল।