বোনের বিয়ের জন্য জেল থেকে অন্তবর্তী জামিনে ছাড়া পেলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ছাত্র নেতা উমর খালিদ। শুক্রবার তিনি দিল্লির তিহাড় জেল থেকে ছাড়া পান। ফের তাঁকে ৩০ সেপ্টেম্বর জেলে আত্মসমর্পণ করতে হবে।
২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি বন্দি। দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত উমর। বোনের বিয়েতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন। দিল্লির একটি আদালত তাঁর অন্তবর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে। সাত দিনের জন্য তাঁকে জামিন দেওয়া হয়। তবে তাঁকে বলে দেওয়া হয়েছে, ওই ঘটনায় কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় কিছু লিখতে পারবেন না।
দিল্লিতে সংঘর্ষের ঘটনায় আন ল ফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট বা ইউএপিএ আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে সংঘর্ষের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছিল। বহু মানুষ আহত হয়েছিলেন। সিএএ ও এনআরসি-র প্রতিবাদ থেকে পরবর্তীতে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এই মাসের শুরুতে একটি মামলায় খালিদ মুক্তি পেয়েছেন। তবে ওই ঘটনায় অন্যান্য মামলায় তাঁর নাম জড়িয়ে রয়েছে।
একসময় জেএনইউয়ে জাতীয়তাবাদ বিরোধী স্লোগান তোলার অভিযোগ উঠেছিল উমরের বিরুদ্ধে। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। যদিও তিনি দাবি করেছিলেন, এমন কোনও স্লোগান দেননি। ঘটনায় বিজেপি অনুগামী ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেখানকার একটি গোষ্ঠীর ছাত্ররা। পরবর্তীতে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে।