কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ঠিক তেমনই সমস্ত আশঙ্কাকে সত্যি করে চীনে যে ভয়ংকর নয়া ভ্যারিয়েন্ট ফের করোনা ভাইরাসকে ত্রাসে পরিণত করেছে, সেই ভয়ংকর ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে ভারতেও। আর তারপরেই তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিনই মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠক বসছে রাজ্য স্বাস্থ্য দফতরে। কোভিড বিশেষজ্ঞ কমিটির সদস্যদের নিয়ে বৈঠক বসবে বলে জানা গিয়েছে। প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ এর হদিশ মিলেছে। এই অবস্থায় রাজ্যের কী করণীয়, তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক বসছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, গুজরাত ও উড়িষ্যা মিলিয়ে মোট ৪ জনের শরীরে করোনার বিএফ ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। এরপরই নজরদারি নিয়ে বৈঠকের নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেনোম সিকোয়েন্সিং-এর ওপর জোর দেওয়ার কথা ভাবছেন দফতরের কর্তারা। কল্যাণীতে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব জেনোমিকস। সেখানেই করোনা আক্রান্তদের নমুনা পাঠানো হয় জেনোম সিকোয়েন্সিং-এর জন্য। সেই প্রক্রিয়া জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। নতুন ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে কি না, তা চিহ্নিত করতেই এই পরীক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। বড়দিনের ছুটি উপলক্ষ্যে আগামী কয়েকদিনে নিকো পার্ক, ইকো পার্ক সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের ভিড় হয়। তার আগে বাড়তি সতর্ক রাজ্য সরকার।
