মহাজোট গড়ে আজ কলকাতার রাজপথে মহামিছিল করতে চলেছে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ। কিন্তু, সরকারের উপর পূর্ণ আস্থা রেখে চাকরিপ্রার্থীদের দুটি সংগঠন এই মিছিলে শামিল হচ্ছে না। আবার মহাজোটে থেকে মহামিছিলে শামিল হলেও সরকারি বিরোধী নয়, সামনে থাকা ‘নতুন শত্রু’র বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতে চলেছে আরেকটি চাকরিপ্রার্থী মঞ্চ।
এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ, কর্মশিক্ষা ও শারীরশিক্ষা’র তরফে সোমবারের মিছিল-সহ সরকার বিরোধী কোনও কর্মসূচিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঞ্চের নেতৃস্থানীয় মাহাফুজুর রহমান বলেন, ‘আমাদের সরকারের উপর পূর্ণ আস্থা রয়েছে। আমাদের কাজ অনেকটাই এগিয়েছে। তাই আমরা সরকারি বিরোধী কোনও কর্মসূচিতে বা কার্যকলাপে অংশগ্রহণ করব না।’ এই সিদ্ধান্তের কথা জানিয়ে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের রাজ্য সরকারের প্রতি আস্থা রেখে সোমবারের মহামিছিল ও সরকার বিরোধী অন্যান্য কর্মসূচি থেকে দূরে থাকতে অনুরোধ জানিয়েছেন মঞ্চের নেতৃত্বরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও মঞ্চের তরফে এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে।
এসএসসি মারফত নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ‘বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ’ও শামিল হচ্ছে না এদিনের মহামিছিলে। মঞ্চের তরফে শহিদুল্লা ফেসবুকে ভিডিও বার্তায় জানিয়েছেন, বহুদিন আন্দোলন, পথে নেমে লড়াইয়ের পর সরকার তথা দফতরের সঙ্গে আলোচনার রাস্তা খুলেছে। সেই আলোচনা দীর্ঘ হলেও সামগ্রিকভাবে সদর্থক। সেই প্রেক্ষাপটেই সোমবারের মিছিলে যোগদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।