পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্ন সভাঘরে একই মঞ্চে মুখোমুখি শাহ-মমতা। একান্ত সাক্ষাত্ নিয়ে তুঙ্গে জল্পনা। গতরাতে শহরে এসেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে শাহি বৈঠক। পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনকে মজবুত করে একযোগে কাজ করার বার্তা মোদীর সেকেন্ড ইন কমান্ডের।
সূত্রের খবর, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবান্ন সভাঘরে বৈঠক হবে। বৈঠকে অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন নবীন পট্টনায়েক, হেমন্ত সোরেন ও তেজস্বী যাদব। কথা হবে ৪ রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে।
এর আগে বিভিন্ন সময় কেন্দ্রের ডাকা বৈঠকে যাননি মমতা। কখনও ব্যস্ততার কারণে, কখনও ক্ষোভ দেখিয়ে। কিন্তু এবার তা হয়নি। নির্দিষ্ট অ্যাজেন্ডা মেনেই নবান্ন সভাঘরে এক মঞ্চে থাকছেন অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একান্ত বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। আর সেই সম্ভাবনাকে কেন্দ্রে করেই যাবতীয় জল্পনা। কারণ রাজনীতির মাঠে দুই নেতার দেখা হলে রাজনীতির কথা হব সেটাই স্বাভাবিক।