ভোটে দাঁড়িয়ে ঘরে বাইরে অশান্তিতে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার রিভাবা জাদেজা। ঘরে চরম বিরোধিতায় রবীন্দ্র জাদেজার বোন ও কংগ্রেস নেত্রী নয়নাবা জাদেজা। আবার প্রচারে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে ছবি ব্যবহার করে বিরোধী আপ ও কংগ্রেসের তোপের মুখে রিভাবা। গেরুয়া শিবিরের এই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলকে রাজনীতির ময়দানে নামিয়ে আনার অভিযোগে সরব বিরোধীরা। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে পদ্মপক্ষ।
এমনিতেই মোদীর গড়ের ভোট নিয়ে বিরোধীদের অভিযোগের শেষ নেই। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে শাসকদল বিজেপি নির্বাচনী নিয়মকানুনকে কার্যত বুড়ো আঙুল। নমোর প্রচারে নাবালকদের নিয়ে আসার মতো গুরুতর অভিযোগও করেছে বিরোধী শিবির। কিন্তু বিরোধীদের কোনও অভিযোগকেই গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। বুধবার নির্বাচনী বিধিভঙ্গের সাম্প্রতিকতম নজির তৈরি করলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। রিভাবার পোস্টার ঘিরে সরগরম গুজরাতের ভোটপ্রচার।
প্রথমে প্রার্থী তালিকায় তাঁর নাম রেখে চমক দিয়েছিল গেরুয়া শিবির। জামনগর উত্তর কেন্দ্রে প্রার্থী করা হয় তাঁকে। জাদেজার পরিবার কংগ্রেসি হলেও রিবাবা পদ্মপ্রার্থী হওয়ায় বাড়ির অন্দরে অশান্তির সূত্রপাত হয়। এবার বিতর্ক তাঁর পোস্টার ঘিরে। পোস্টারে ভারতীয় দলের জার্সি পরিহিত রবীন্দ্র জাদেজার ছবি ব্যবহার করেন তিনি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও ভারতীয় ক্রিকেট দলের এই সদস্যর ছবি ব্যবহার করেন। ছবির তলায় লেখা হয়েছে রবীন্দ্র জাদেজার সঙ্গে আপনারাও প্রচারে যোগ দিন। রিবাবা সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করার পরেই প্রতিবাদে সোচ্চার হয় বিরোধীরা। আম আদমি পার্টির বিধায়ক নরেশ বালিয়ানের অভিযোগ, গতকাল পর্যন্ত ক্রীড়াবিদরা রাজনীতি থেকে দূরে ছিলেন। ক্রীড়াবিদরা আগে রাজনীতি থেকে দূরে থাকলেও এখন প্রকাশ্যে রাজনীতি করছেন। বিজেপি কোনও প্রতিষ্ঠানকে ধ্বংস করতে ছাড় দেয়নি।