সোমবার অখিল গিরি ইস্যুতে বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনেও ধাক্কা খেল বিজেপি। এদিন ডেঙ্গু নিয়ে তাদের আনা মুলতুবি প্রস্তাবও খারিজ করে দিলেন স্পিকার। এরপরই কোনও সুবিধা করতে না পেরে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। প্রসঙ্গত,বডেঙ্গু মোকাবিলায় ডাহা ফেল রাজ্য সরকার। এমনই অভিযোগ তুলেছেন বিরোধীরা।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন অধিবেশনে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু স্পিকার তা খারিজ করে দেন। তাতেই ক্ষিপ্ত হয়ে ওয়াকআউট করেন তাঁরা।
