কালীপুজোর পর থেকেই শীতের আমেজ বাংলায়। উত্তুরে হাওয়ার জেরে সকাল-সন্ধে মালুম পাওয়া যাচ্ছে ঠান্ডার শিরশিরানি ভাব। তাপমাত্রাও রয়েছে কখনও ২০ ডিগ্রি আবার কখনও ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই। যদিও গত দু’দিন তাপমাত্রার পারপদ কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। তবে পূর্বাভাস অনুয়ায়ী ফের কমল তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস মেনেই এক লাফে প্রায় দেড় ডিগ্রি কমল কলকাতার রাতের তাপমাত্রা। যার ফলে এবার আরও জমাটি হতে চলেছে শীতের ব্যাটিং।
যদিও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৩ শতাংশ থেকে বেড়ে ৯০ শতাংশ হয়েছে। যার জেরে বেলা বাড়লে শীতের আমেজ উধাও হতে পারে আজ থেকে। দিনভর হালকা ঠান্ডা ভাব থাকবে। তবে সন্ধ্যে নামলেই বাড়বে শীতের আমেজ। রাজ্যের বাকি জেলাগুলিতে বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার থেকে পশ্চিমাঞ্চলের জেলায় নামবে পারদ। উত্তর পশ্চিমের হিমেল বাতাসের প্রভাব বাড়বে।
অন্যদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলেছে ইতিমধ্যেই। আজ বিকেলের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু অভিমুখী। এটি ক্রমশ ও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তি হারিয়ে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলে পৌঁছবে বুধবার ভোরে। এই নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।