আজ, সোমবার বাংলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে পর্যালোচনার জন্য সচিব এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত বৈঠকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট দিতে যেন কোনও মতেই দেরী না হয়, চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে যাতে রিপোর্ট দেওয়া হয় তার জন্য হাসপাতাল এবং পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশ দিয়েছেন মমতা। কারণ, রিপোর্ট তাড়াতাড়ি এলেই দ্রুত চিকিৎসা শুরু করা যাবে। মমতা আধিকারিকদের বলেন, কোনও মতে বরদাস্ত করা হবে না ডেঙ্গি চিকিৎসা নিয়ে গাফিলতি।
পাশাপাশি, আজকে বৈঠকে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার মান আরও উন্নত করার কথা বলেন মমতা। প্রসঙ্গক্রমে তিনি রেফার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, রেফারের জন্য কারও মৃত্যু হলে যিনি রেফার করেছেন মৃত্যুর দায়িত্ব তাঁর। চিকিৎসায় গাফিলতি যেন না হয়। এটা একটি অপরাধ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তারঁ কথায়, “প্রসুতিকে কেন হাসপাতালে অপেক্ষা করে থাকতে হবে? প্রয়োজনে সুপারকে বলে ব্যবস্থা নিয়ে হবে।” বৈঠকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রতি মাসে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছেন। বেসরকারি হাসপাতালগুলির স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার কড়া সমালোচনা করেন। এই কার্ড না নিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল করার নির্দেশও দেন মমতা।