রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উঠতেই কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুললেন। এমনকি, মনোরোগ বিশেষজ্ঞ প্রয়োজন বলেও পরামর্শ দিলেন।
সম্প্রতি তৃণমূল সরব হয়েছে ‘অভিষেক আতঙ্কে’ শুভেন্দু ভুগছেন বলে। তাঁর মানসিক সুস্থতা কামনা করে শুভেন্দুর বাড়িতে গোলাপ ফুল ও ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড পাঠাচ্ছেন দলের ছাত্র-যুবরা। এই পরিস্থিতিতে শুভেন্দুর ‘মানিসক সুস্থতা’ নিয়ে অভিষেকও যে ভাবে কটাক্ষ করলেন, তাতে দুই নেতার মধ্যে সংঘাতের আঁচ আরও বাড়ল।
ইতিমধ্যেই ‘সুস্থতা’ কামনার ওই সব বার্তা পেয়ে শুভেন্দু সংশ্লিষ্ট প্রেরকদের কটাক্ষ করেছেন বলে মঙ্গলবার দাবি করেছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক দাবি করেন, যাঁরা ওঁকে সুস্থতা কামনা করে মেসেজ পাঠিয়েছেন, তাঁদের আক্রমণ করছেন শুভেন্দু। এর পরই তিনি বলেন, ‘ওই লোকটার মানসিক অবস্থা ঠিক নেই। মনোরোগ বিশেষজ্ঞের দরকার।’
বিরোধী দলনেতা সকালে এক রকম আর বিকেলে অন্য কথা বলেন বলেও অভিযোগ করেন অভিষেক। নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে বিঁধে তিনি বলেন, ‘অভিষেক বাড়ির বাইরে বেরোলেই আতঙ্ক। ও চায় আমি চুপ করে বাড়িতে বসে থাকি। নিজেকে কী ভাবে!’
