জননেত্রী তিনি। বরাবরই মানুষের কাছে, মানুষের মাঝে থাকতে ভালবাসেন। ক্রমশ হয়ে উঠেছেন বাংলার ‘ঘরের মেয়ে’। মঙ্গলবার ফের তেমনই ছবির সাক্ষী রইল জঙ্গলমহল। সভা শেষ করে একটি চায়ের দোকানে ঢুকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর কাগজে মুড়িয়ে হাতে তুলে দিলেন গরম গরম চপ। মুখ্যমন্ত্রীর হাত থেকে গরম চপ পেয়ে আপ্লুত আদিবাসীরা। এমন কখনও দেখেননি বলে জানিয়েছেন একাধিক গ্রামবাসী। এদিন সভা শেষে বিকেলে বেলপাহাড়ি এবং শিলদায় আদিবাসীদের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তার আগে চায়ের দোকানে যান। সেখানে থাকা গরম চপ নিজে হাতে তুলে পরিবেশন করেন উপস্থিত লোকজনদের। এই দৃশ্য দেখে অনেকেই হতবাক। আনন্দে আপ্লুত চপ ব্যবসায়ী। বেশ কিছু মানুষ মুখ্যমন্ত্রীর হাত থেকে গরম চপ পান। তারপর টাকা মিটিয়ে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, আজ বেলপাহাড়ি এবং শিলদায় মোট তিনবার গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই সোজা ঢুকে যান আদিবাসীদের বাড়িতে। তাঁর উদ্দেশ্য ছিল, রাজ্যের প্রকল্পগুলির সুবিধা আদিবাসী পরিবারগুলি পাচ্ছে কি না সেটা জানা। সেখানেই বাড়ির বারান্দায় একটি শিশুকে কোলে নিয়ে বসে ছিলেন কয়েকজন মহিলা। মুখ্যমন্ত্রী গিয়েই সেই শিশুকে কোলে তুলে নেন। কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। শুনলেন নানান অভিযোগ। দিলেন সুরাহার আশ্বাস।