আগেও একাধিকবার এ নিয়ে মুখ খুলেছেন তিনি। তাঁর পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারএ একাধিকবার কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে দরবার করেছেন। কিন্তু তাতেও লাভের লাভ হয়নি। টাকা পায়নি বাংলা। এবার ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা বন্ধ নিয়ে ফের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, জিএসটি নিয়ে অনিয়মের অভিযোগ এবং জঙ্গলমহল জুড়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান এবং পরিকল্পনার কথাও জানালেন তিনি।
মঙ্গলবার বেলপাহাড়িতে গিয়ে ব্রিটিশ বিরোধী আদিবাসী আন্দোলনের নেতা বিরসা মুন্ডার ১৪৭তম জন্মজয়ন্তীতে তাঁর ছ’টি মূর্তি উন্মোচনের পাশাপাশি একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মমতা। তিনি জানান, ঝাড়গ্রাম জেলায় মোট ৩২ কোটি ৫৩ লক্ষ টাকার ২৬ প্রকল্পের উদ্বোধন এবং ২০ কোটি ৪৮ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করা হল। এর পরেই ওই সভায় উন্নয়নে কেন্দ্রীয় বাধার অভিযোগ তোলেন তিনি। বলেন, ‘১০০ দিনের কাজে কেন্দ্র টাকা দিচ্ছে না। বাংলাকে টাকা দিতে বারণ করেছে। গ্রামীণ রাস্তা তৈরির টাকা পেতাম সেটাও দিচ্ছে না। আমাদের অধিকার কেড়ে নিচ্ছে।’
জিএসটি নিয়েও মোদী সরকার বঞ্চনার রাজনীতি করছে বলে মঙ্গলবার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সব রাজ্য মিলে ভাল হবে ভেবে করেছিলাম (জিএসটি)। এখন দেখছি টাকাই দিচ্ছে না। আমাকে বলে, ‘সব টাকা বন্ধ করে দেব’। এবার বলতে হবে, আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, নয়তো জিএসটি বন্ধ করে দাও। গদি ছেড়ে দাও।’ এরপরেই তাঁর হুঙ্কার, ‘বিরসা মুন্ডা বলেছিলেন, রাজা দেশ চালাবে না, আমাদের দেশ আমরা চালাব। ব্রিটিশদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের জন্য তিনি চিরকালে বেঁচে থাকবেন আপনাদের মধ্যে।’’