ফের বিতর্কের কেন্দ্রে গেরুয়াশিবির। এবার বীরভূমের জনৈক তৃণমূল নেতাকে প্রবল মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, কীর্ণাহার থানার অন্তর্গত গোমাই গ্রামে স্থানীয় বিজেপি নেতা হিসেবে পরিচিত বিপদতারণ ঘোষের সঙ্গে ওই গ্রামে তৃণমূল নেতা বিধান ঘোষের অহি-নকুল সম্পর্ক দীর্ঘদিনের। শনিবার রাতে সুনয়ন ঘোষ ও বিপদতারণ ঘোষ সহ অন্যরা উদ্ধানপুর থেকে মৃতদেহ সৎকার করে ফিরছিলেন। অভিযোগ, গোমাই গ্রাম ঢুকতেই বিপদতারণ ঘোষের দলবল তৃণমূল নেতা বিধান ঘোষ ও তাঁদের বেশ কয়েকজনকে মারধর করে। এমনকী, বিধান ঘোষের মাথায় আঘাত করার অভিযোগও ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এই হাতাহাতিতে আক্রান্ত হন দুই পক্ষেরই তিনজন। গুরুতর জখম অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে।
প্রসঙ্গত, শনিবার সন্ধের দিকে স্থানীয় এক ব্যক্তির দেহ সৎকারে গিয়েছিলেন বিধান ঘোষ সহ বিপদতারণ ঘোষ ও সুনয়ন ঘোষ। সব ঠিকই ছিল। এদিকে গ্রামের কাছাকাছি আসতেই দুই দলের মধ্যে বিপত্তি বেধে যায়। সেখানেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বাদানুবাদ। তারপর তা গড়ায় হাতাহাতিতে। উক্ত ঘটনায় জখম হয়েছেন তৃণমূল নেতা বিধান ঘোষ, বিজেপি নেতা বিপদতারণ ঘোষ ও তাঁর কাকা সুনয়ন ঘোষ। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর দুই পক্ষের তরফেই অভিযোগ দায়ের করা হয় কীর্ণাহার থানায়।