চলতি বছরের শেষ থেকেই দেশে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। শনিবার হিমাচল প্রদেশে বিধানসভা ভোট অনুষ্ঠিত হল। ডিসেম্বরেই গুজরাটে নির্বাচন আর ২০২৩ সালে ত্রিপুরা, তেলেঙ্গানা সহব একাধিক রাজ্যে ভোট এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন তোঁ রয়েছেই। এই আবহে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন জম্মু কাশ্মীরের পিডিপি প্রধান মেহবুবা মুফতি
উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী শনিবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘বিজেপির ইশারায় কাজ করে এবং ভোটের সময় অরাজকতা হলেও তা নীরবে দেখে নির্বাচন কমিশন’। শনিবার হিমাচল প্রদেশ নির্বাচনের আবহেই তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশন বিজেপির শাখায় পরিণত হয়েছে। হিমাচল প্রদেশে যখন বিজেপি ধর্মীয় মৌলবাদ ছড়াচ্ছিল, নির্বাচন কমিশন তা চুপ করে দেখেছে’।
নির্বাচনের আবহে মুফতির এহেন মন্তব্য দেশের রাজনীতিকে উসকে দিয়েছে তা বলাই বাহুল্য। পাশাপাশি, এদিন উপত্যকায় বিজেপি সরকারের কার্যকলাপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুফতি। তিনি বলেন, “জম্মু-কাশ্মীরকে ধ্বংস করছে বিজেপি সরকার এবং সাধারণ মানুষকে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছে তাঁরা’।
মেহবুবা মুফতি আরও বলেন, ‘কাশ্মীরি পণ্ডিতরা দীর্ঘ সময় ধরে জম্মুতে ফিরতে চাইছেন। কিন্তু তাঁদের রোজগার, রেশন বন্ধ করে দিয়ে তাঁদের কষ্টের বিনিময়ে ভোট হাসিল করতে চাইছে বিজেপি’। উল্লেখ্য, শনিবার হিমাচল প্রদেশের ৬৮ টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৫৫ লক্ষ মানুষ ৬৮ টি আসনে ৪১২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে ভোটদান করেন। যার ফলাফল ঘোষিত হবে আগামী ৮ ডিসেম্বর।