নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। যোগী রাজ্যে মহিলাদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এবার সেখানে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলেরই পরিচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, স্কুলে ক্লাস শেষের পর এক ছাত্রীকে একাধিক বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে স্কুলের পরিচালক শাহদতের বিরুদ্ধে। ধর্ষণের কথা কাউকে জানালে পরিণতি মারাত্মক হবে বলে ছাত্রীকে হুমকিও দিতেন বলে অভিযোগ।
এই ঘটনার কথা মাকে জানায় ছাত্রীটি। তার পরই ওই স্কুল পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দায়ের করা হয়েছে এফআইআর। শুক্রবার এই খবর জানিয়েছে পুলিশ। অভিযোগ ওঠার পর থেকেই পলাতক ওই স্কুলের পরিচালক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।