শাহরুখ খানকে মুম্বই বিমানবন্দরে আটকাল শুল্ক দফতর। শারজা আন্তর্জাতিক বইমেলা থেকে এদিনই মুম্বই ফেরেন বাদশা। কিন্তু বিমানবন্দরে নামতেই শাহরুখ এবং তাঁর দলকে আটকায় শুল্ক দফতর। চলে তল্লাশি।
এয়ার ইন্টেলিজেন্স ইউনিট সূত্রে খবর, শাহরুখের কাছে নাকি ১৮ লক্ষ টাকা দামের ঘড়ি পাওয়া গিয়েছে। যার জন্য প্রায় এক তৃতীয়াংশ কর দিতে হয়েছে তাঁকে। বিমানবন্দরে আটক হওয়ার পর তদন্তকারীদের নাকি সহযোগিতা করেছেন বলি সুপারস্টার। নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন শাহরুখ।
২০১১ সালেও একবার শাহরুখকে মুম্বই বিমানবন্দরে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। শাহরুখের বিরুদ্ধে শুল্ক দিতে হবে বলে বিদেশি পণ্য সঙ্গে নিয়ে আসার কথা না জানানোর অভিযোগ ওঠে। শাহরুখের সঙ্গে কম করে ২০টা ব্যাগ ছিল। শুল্ক ফাঁকি দেওয়ার সন্দেহে সেগুলি তল্লাশি চলে। শাহরুখকে বসিয়ে রেখে দীর্ঘক্ষণ জেরা করা হয়।
