চলতি বছরে শীতকালীন অধিবেশন নভেম্বর মাসে নয়, ডিসেম্বরের শুরুতে চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ৫ ডিসেম্বর গুজরাটে ভোটগ্রহণ শেষ হওয়ার পরই অধিবেশন শুরুর পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শেষ হতে পারে শীতকালীন অধিবেশন। অন্যদিকে, এবারও সংসদের নতুন ভবনে অধিবেশন হবে না। এখনও নির্মাণকাজ কিছুটা বাকি থাকায়, পুরনো সংসদ ভবনেই বসবে শীতকালীন অধিবেশন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। অধিবেশন শেষ হতে পারে আগামী ২৯ ডিসেম্বর। তবে মাঝে ২৫ ডিসেম্বর খ্রীস্টমাসের ছুটি পড়ে যাওয়ায়, অধিবেশন এতদিন অবধি হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংসদীয় বিষয়ক কমিটিই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হয় সংসদের শীতকালীন অধিবেশন। মোট ২০ দিন চলে অধিবেশন। তবে এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশন হয়েছিল। এবারও হিমাচল প্রদেশ ও গুজরাট বিধানসভা নির্বাচনের কারণে শীতকালীন অধিবেশন পিছিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে।
এবারের অধিবেশনও পুরনো সংসদ ভবনেই হলেও, সরকারের পরিকল্পনা শীতকালীন অধিবেশন চলাকালীনই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা। ১২০০ কোটি টাকা খরচে তৈরি এই সংসদ ভবন চলতি মাসের শেষভাগ বা আগামী মাসের শুরুতেই সম্পূূর্ণরুপে প্রস্তুত হয়ে যাবে বলে সূত্রের খবর। তবে নতুন সংসদ ভবন তৈরির পরও কর্মীদের প্রশিক্ষণ দিতে, দুই কক্ষের সাংসদদের বসার জায়গা ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতো ১৫-২০ দিন সময় লেগে যেতে পারে। সুতরাং আগামী বছরের বাজেট অধিবেশন থেকেই নতুন সংসদ ভবনে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।