শীতের আমেজে মজে সারা বাংলা। ভোরের দিকে মৃদু কুয়াশার আবরণ, পাশাপাশি রাতেও নিম্নগামী তাপমাত্রার পারদ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যে শীত পাকাপাকিভাবে এখনও কিছুদিন দেরি আছে। তবে তার আগে আবহাওয়া বদলের বড়সড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সন্নিহিত এলাকায় ঘূর্ণাবর্তের আদর্শ পরিবেশ তৈরি হচ্ছে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ায় বদল আসতে পারে। মৌসম ভবন জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে।
উল্লেখ্য, সাইক্লোনিক সার্কুলেশনের জেরে শীতের মুখে ফের আবহাওয়ায় বদল আসতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু পুদুচেরি, কেরল, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আবহবিদদের মতে, ঘূর্ণাবর্তের কারণেই আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর অভিমুখ হতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে তামিলনাড়ু উপকূলের দিকে। এর জেরেও দক্ষিণ ভারতের একাধিক এলাকায় বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রে খবর, ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এরপর উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। চলতি মাসে আরও একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। ১১ থেকে ১৫ই নভেম্বরের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে যা পরে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।