এবার ফের সমালোচিত মোদী সরকারের ভূমিকা। শিশুদের অপুষ্টির সমস্যা সমাধানে এবং স্কুলের প্রতি আগ্রহ বাড়াতে মিড ডে মিল প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু বাজারমূল্যের সঙ্গে তাল রেখে কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানো হচ্ছে না মোদী সরকারের তরফে। আর তার জেরেই এবার মিড ডে মিলের পাতে কোপ পড়ল ডিমে। আপাতত যা বাজারদর, তাতে সপ্তাহে দু’দিন ডিম দিতে পারছে না কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সপ্তাহে ন্যূনতম দু’দিনের বদলে একদিন ডিম দেওয়া শুরু হয়েছে প্রাথমিক স্কুলগুলিতে। ডিমের খামতি পূরণে দেওয়া হচ্ছে সয়াবিন।
তবে সার্বিক ভাবেই মিড ডে মিলের বরাদ্দ নিয়ে স্কুলগুলি এতখানি উদ্বিগ্ন যে ভবিষ্যতে আরও কোপ পড়ার আশঙ্কা থাকছে। প্রথমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সামান্য কেন্দ্রীয় বরাদ্দে অনেক চেষ্টা করেও খুদে পড়ুয়াদের মধ্যাহ্নভোজে একদিনের বেশি ডিম দেওয়া যাচ্ছে না।
