গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাঠানো উপহার অনন্ত মহারাজের হাতে তুলে দেন প্রাক্তনমন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও তৃণমূলের আলিপুর জেলার সহ-সভাপতি প্রেমানন্দ দাস।
চকচকায় মহারাজের বাড়িতে গিয়ে উপহার তুলে দেন তাঁরা। সেই উপহারে ছিল পাঞ্জাবী, শাল চাদর, ফুল ও মিষ্টি। মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার তিনি গ্রহণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য আন্ডি চাদর ও রাজবাংশীদের বিশেষ গামছা এবং তম্বুল পান ররীন্দ্রনাথ ঘোষদের হাতে তুলে দেন।
পরে অনন্ত মহারাজ বলেন,’ভাতৃদ্বিতীয়ায় দিদির হাত থেকে উপহার পেয়ে খুব ভালো লাগছে। এর জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ।’ রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘আমরা দিদির দেওয়া উপহার ওঁর হাতে তুলে দিলাম। উনি দিদির জন্য উপহার দিয়েছেন। সেগুলি আমরা পাঠিয়ে দেব।’