চলতি মাসের শুরুতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এবং মাসের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই দুই কর্মসূচিতে তাঁদের সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের চেয়ারম্যান হিসেবে একটি বৈঠকে যোগ দিতে কলকাতায় আসবেন শাহ। ওই বৈঠকে পরিষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে ওই দু’জনের দেখা হওয়া ছাড়াও নীতিশ কুমারের সঙ্গে দেখা হবে মমতার। ঠিক তার তিন দিন আগে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের সঙ্গে তাঁর দেখা হবে। সব মিলিয়ে বিষয়টি আগ্রহ বাড়াচ্ছে।
মুখ্যমন্ত্রী চেন্নাই যাবেন বাংলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের একটি আমন্ত্রণ রক্ষা করতে। এখনও পর্যন্ত স্থির আছে মমতা ২ নভেম্বর বিকেলে চেন্নাই পৌঁছে ওই দিনই স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন। ইতিমধ্যেই স্ট্যালিনের সঙ্গে এ ব্যাপারে তাঁর কথাও হয়েছে। অন্যদিকে, ‘নমামি গঙ্গে’ কর্মসূচি উপলক্ষে মোদীর কলকাতায় আসার কথা নভেম্বরের শেষে। দিল্লীতে মোদী-মমতা বৈঠকের পরেই রাজনৈতিক মহলে বিভিন্ন রকম চর্চা চলেছিল। তার পরে সম্ভবত এটিই হবে তাঁদের দু’জনের মুখোমুখি সাক্ষাৎ।