কার্যত হাসতে হাসতেই সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্ৰুপে পর্যায়ের দ্বিতীয় ম্যাচ জিতে নিলেন রোহিতরা। আজ মুখোমুখি হয়েছিল ভারত-নেদারল্যান্ডস। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত। এদিনও ব্যর্থ হন রাহুল। মাত্র ৯ রানে পল ভ্যান ম্যাকেরেনের বলে প্যাভেলিয়নে ফেরেন তিনি। বিরাট, সূর্য কুমার যাদব, রোহিত, তিনজনের অর্ধ শতরানে ভর করে ভারতের ইনিংস শেষ হয় ১৭৯/২, নেদারল্যান্ডসের জয়ের জন্যে ১৮০ রানের লক্ষ্যমাত্রা রাখেন ভারতীয় ব্যাটসম্যানরা। জবাবে ৯ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ১২৩ রানে। ৫৬ রানে জয়ী হয় টিম ইন্ডিয়া।
এদিন চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ৫৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক রোহিত। ইনিংসের ১৭তম ওভারে অর্ধ শতরান পূরণ করেন বিরাট কোহলি। ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। ঝোড়ো অর্ধশতরান করেন সূর্য কুমারও। সাতটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ২৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি। আর বিরাটের ইনিংস সাজানো ছিল তিনটি চার ও দুটি ছক্কায়। ভারতের ভুবনেশ্বর, অর্শদীপ, অক্ষর ও অশ্বিন দুটি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন মহম্মদ শামি।