এবার মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে হঠাতই পশ্চিমের পাঁচ স্টেশনের প্লাটফর্ম টিকিটের দাম বাড়াল ওয়েস্টার্ন রেলওয়ে। একটু আধটু নয়, একেবারে পাঁচ গুণ বাড়ানো হল টিকিটের দাম। ওয়েস্টার্ন রেলের এক আধিকারিক জানিয়েছেন, এখন প্লাটফর্ম টিকিটের দাম ১০ টাকা। তা বাড়িয়ে ৫০ টাকা করা হল। মহারাষ্ট্রের মুম্বই সেন্ট্রাল, দাদর, বোরিভলি, ভালসাদ, গুজরাতের উধনা এবং সুরত— এই পাঁচ স্টেশনে বাড়ানো হয়েছে দাম।
রেলের তরফে জানানো হয়েছে, দীপাবলির সময় এ সব স্টেশনে ভিড় বেড়েছে। এর ফলে বিপাকে নিত্যযাত্রীরা। তা যাতে একটু কমানো যায়, সে কারণেই এই পদক্ষেপ। একই কারণে নবরাত্রির সময় চেন্নাইয়ের ৮টি স্টেশনেও প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছিল। ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছিল সাদার্ন রেলওয়ে। জানা গিয়েছে, ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত থাকবে ওই দাম।