আজ কালীপুজো। একইসঙ্গে আলোর উৎসব দীপাবলিও। এই বিশেষ দিনে বাংলার মানুষ তথা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নিজের টুইটার হ্যান্ডলে তৃণমূল নেত্রী লেখেন, ‘আজ কালীপুজো এবং দীপাবলির পবিত্র দিনে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।’ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘মা কালী যেন আমাদের সমস্ত দুষ্টশক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেন। উৎসবের আলো আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে খুশি ও আনন্দে ভরিয়ে দিক এই প্রার্থনা করছি।’