ধেয়ে আসছে ‘সিত্রাং’। বঙ্গোপসাগরের বুকে গত কয়েক দিন ধরে শক্তি বাড়িয়ে বর্তমানে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সাগর আইল্যান্ড থেকে দক্ষিণে ৬৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই অতি গভীর নিম্নচাপ। আজ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে সেটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে, বাংলাদেশের উপকূল পেরোবে ২৫ তারিখ, অর্থাৎ মঙ্গলবার ভোরে। বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং। এর জেরে বরিশাল ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে।
পাশাপাশি, বাংলায় ‘সিত্রাং’-এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ রবিবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আজ দুই পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল, সোমবার এই বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দুই পরগনা ও দুই মেদিনীপুরে। ২৫ তারিখ এর সঙ্গে যোগ হবে নদিয়াও। উপকূলবর্তী এলাকায় আজ থেকে হাওয়া চলবে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে। কাল ও পরশু এই হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার হতে পারে দুই পরগনায়।
পাশাপাশি, কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোমবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাঁদের। কারণ সমুদ্রে ছ’মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে সোম ও মঙ্গলবার। সেই কারণে দুই চব্বিশ পরগনায় বাঁধেরও ক্ষতি হতে পারে। সতর্ক করা হয়েছে পর্যটকদেরও। সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক রাইড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি চলাচল সোম ও মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।