সরকারি হাসপাতালে ডায়ালিসিস করাতে এসেছিলেন ৪০ বছর বয়সি এক ব্যক্তি। বিদ্যুৎ চলে যাওয়ায় করাতে পারলেন না তিনি, ফলে মৃত্যু হল তাঁর। এই ঘটনা উত্তরপ্রদেশের আমরোহা জেলার। মৃত ব্যক্তির নাম মহম্মদ আমির।
আমরোহার বাসিন্দা আমির কিডনির সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরেই। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় আমরোহা জেলা হাসপাতালে। গত বুধবার সকাল সাড়ে ৬টায় তাঁকে ডায়ালিসিস করাতে নিয়ে আসে বাড়ির লোকজন। কিন্তু ডায়ালিসিস প্রক্রিয়া শুরুর আগেই হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাইরে অপেক্ষা করতে থাকেন আমির। কিন্তু বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও বিদ্যুৎ আসেনি।
শেষ পর্যন্ত বাড়ি চলে যেতে বাধ্য হন আমির। পরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। বাড়ির লোকজন মোরাদাবাদে অন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে আমিরের।
সরকারি হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ডঃ প্রেমা পন্থ ত্রিপাঠী বলেন, বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ায় ডায়ালিসিসের জন্য জলের ব্যবস্থা করা যায়নি। ফলে ডায়ালিসিস করা যায়নি। হাসপাতালে জেনারেটর চলছিল কিন্তু রোগীর অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। প্যারালাইজড হয়ে ছিলেন তিনি। সরকারি হাসপাতালের অন্য একটি সূত্র জানিয়েছে, বুধবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তা ফেরে পরের দিন। জানা গেছে, হাসপাতালের ডায়ালিসিস বিভাগের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। পর্যাপ্ত আলো এবং জলের জোগানে তাদেরই দেওয়ার কথা।