অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের দৌরাত্ম্য বেড়েই চলেছে মার্কিন মুলুক এবং তার আশপাশের দেশগুলিতে। কয়েক মাস আগেই যেমন টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছিল ১৯ জন পড়ুয়া সহ ২১ জনের। তার পরপরই ওকলাহোমার তুলসায় হাসপাতালে বন্দুকবাজের গুলিতে চার জন মারা যান। তারপর উত্তর ওয়াশিংটনের ইউ স্ট্রিটেও এক মিউজিক কনসার্টে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় এক নাবালকের। এবার ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। মৃত্যু হল এক পুলিশ অফিসার-সহ ৫ জনের।
উত্তর ক্যারোলিনার ওই ঘটনায় সন্দেহভাজন এক শ্বেতাঙ্গ কিশোর। তার সঙ্গে একটি বড় বন্দুক ছিল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া ওই হামলায় দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। পুলিশের তরফে সকলকে নিজেদের ঘরেই থাকতে বলা হয়। তারপর এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। এরপরই অভিযুক্তকে কোণঠাসা করে ফেলে পুলিশ। পরে তাকে আটক করা হয়। ঘটনায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা গিয়েছে।
