দীর্ঘ অপেক্ষায় এল ইতি। শহরবাসীর মুখে খুশির আলো। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল বহরমপুরের নবনির্মিত উড়ালপুল। আর তারপরই যানজট থেকে মুক্তি মিলল সাধারণ মানুষের। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক জেলার প্রবেশদ্বারও বটে। রয়েছে টেক্সটাইল টেকনোলজি বা মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগকারী জাতীয় সড়ক। পর্যটক থেকে নিত্যযাত্রী, কিংবা পরিবহন কর্মী থেকে শহরবাসী – প্রত্যেককেই পর্যুদস্ত হতে হত তীব্র যানজটে। রেলগেটের যানজট থেকে মুক্তি চাইছিলেন শহর বহরমপুর ও জেলা মুর্শিদাবাদের জনসাধারণ। অবশেষে মিলল সুরাহা।
প্রসঙ্গত, ২০১৪ সালে সাংসদ তথা তৎকালীন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী চুঁয়াপুর রেল গেটের ওপর উড়ালপুল তৈরির উদ্যোগ নিয়েছিলেন। রেল দফতর থেকে প্রয়োজনীয় অনুমোদনও পেয়েছিল এই ওভারব্রিজ। সাড়ে সাঁইত্রিশ কোটি টাকা বরাদ্দে সেই মতো কাজও শুরু হয়েছিল। কিন্তু রাজনৈতিক দলদলিতে বারবার থমকে গিয়েছিল কাজ। অবশেষে আগস্ট মাসে উড়ালপুল তৈরি কাজ সম্পন্ন হয়। দুর্গাপুজোর পরেই সাধারণ মানুষের জন্য এই উড়ালপুল খুলে দেওয়া হল। নয়া ব্রিজ চালুর ফলে নিত্যদিনের যে যানজট তা কমতে শুরু করেছে । মেডিকেল কলেজ যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় রেল গেটের কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত রোগীদের। স্কুল পড়ুয়াদেরও অপেক্ষা করতে হতো ঘন্টার পর ঘণ্টা। উড়ালপুল খুলে যাওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। সরকারী ভাবে উদ্বোধন না হলেও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই নতুন সেতু। যার ফলে আর যানজট-দুর্ভোগের আশঙ্কা রইল না।