ছন্দে ফিরল লিভারপুল। এবছর ইপিএলে হতাশাজনক পারফরম্যান্স করলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জ্বলে উঠল য়ুর্গেন ক্লপের দল। বুধবার রাতে রেঞ্জার্সের বিরুদ্ধে ৭-১ গোলে জিতল লিভারপুল। পাশাপাশি শেষ ষোলোয় নিজেদের জায়গাও পাকা করল তারা। এদিন ইউসিএলের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের নজির গড়লেন মহম্মদ সালা। জোড়া গোল রবের্তো ফির্মিনোর। আর একটি গোল নুনেজের। ৮৭ মিনিটে ফের ব্যবধান বাড়ান এলিয়ট। পিছিয়ে রইল না ইপিএলের আর এক দল টটেনহ্যাম হটস্পারও। ঘরের মাঠে তারা ৩-২ হারিয়েছে আইনট্র্যাখট ফ্র্যাঙ্কফুর্টকে। জোড়া গোল সন হিয়ুন মিং-এর। পেনাল্টি থেকে একটি গোল করেন হ্যারি কেন।
অন্যদিকে, আয়াক্স আমস্টারডামকে ৪-২ গোলে হারিয়েছে নাপোলি। ভিক্টোরিয়া প্লাজেনকে ৪-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে গোল করেন সাদিয়ো মানে, টমাস মুলার, গোরেৎস্কা (২টি)। বার্সেলোনাকে হারের মুখ থেকে রক্ষা করলেন পোল্যান্ড তারকা রবার্ট লেয়নডস্কি। ইন্টার মিলানের সঙ্গে তাদের ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। ৪০ মিনিটে উসমানে দেম্বেলের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ৫০ এবং ৬৩ মিনিটে বারেল্লা এবং লউতারো মার্তিনেসের গোলে এগিয়ে যায় ইন্টার। ৮২ মিনিটে বার্সাকে সমতায় ফেরান লেয়নডস্কি। কিন্তু ৮৯ মিনিটে গোসেনসের গোলে এগিয়ে যায় ইন্টার। তার পরে ফের ঝলসে ওঠেন পোলিশ তারকা। সংযুক্ত সময়ে তাঁর গোলে হার বাঁচায় বার্সেলোনা। এই ড্র-এর ফলে প্রতিযোগিতার শেষ ষোলোয় পৌঁছনো আরও কঠিন হয়ে দাঁড়াল বুস্কেটসদের কাছে।