শুক্রবার থেকে প্রাথমিকের টেট দেওয়ার জন্য অনলাইনে আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। লক্ষাধিক পরীক্ষার্থী আবেদন করবেন তেমনটাই অনুমান করে ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরই মধ্যে প্রাথমিকের টেটের নিয়মে আরও সরলীকরণ আনল তারা। ইতিমধ্যেই জারি করা বিজ্ঞপ্তিতে ফের কিছু যোগ্যতামান কমানো হল।
বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র ২০২০-২২ শিক্ষাবর্ষই নয়, এর পরবর্তী শিক্ষাবর্ষগুলিকেও যারা ডিএলএড বা বিএডে ভর্তি হয়েছেন তারাও প্রাথমিকের টেট দিতে পারবেন। অর্থাৎ যারা চলতি শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন তারাও দিতে পারবেন প্রাথমিকের টেট। আধিকারিকদের একাংশের দাবি, টেটকে কেন্দ্র করে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের যাবতীয় নিয়ম মেনে চলতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।