কডাউন আর ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠা যাত্রী পরিবহণকে নতুন করে মাথা তুলে দাঁড়ানোর শক্তি যোগালো কলকাতার দুর্গোপুজোকে ইউনেস্কোর ‘ইনটানজেবিল কালচারাল হেরিটেজ’ স্বীকৃতি। শহরের বুকে বাস নেই এই অভিযোগকে সামনে রেখে উৎসবের মেজাজ যাতে না হারায়, বেসরকারি বাসের সঙ্গে পাল্লা দিয়েই পুরনো ভাড়াতে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম বাস, লঞ্চ চালিয়েই ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যবসা করল।
পরিবহণ দফতরের কর্তাদের কথায়, এটা সর্বকালীন রেকর্ড। এটা সম্ভব হয়েছে দামী ডিজেলকে সঠিকভাবে ব্যবহার করতে দিনের বিভিন্ন সময় যাত্রী চাহিদা মতো পরিষেবার জোগানের ব্যবস্থা করে।পরিবহণ দফতরের হিসেব বলছে, শুধু লঞ্চ পরিষেবাই নয়, পুজোর প্রত্যেক দিন ৭৭৭ টি বাস পথে নেমেছে। যা থেকে পুজোয় ব্যবসা হয়েছে, ২ কোটি ৩৫ লক্ষ ২৮ হাজার টাকারও বেশি। প্রতিদিন নিয়ম করে রাত ৯ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ ১১টি রুটে ৩০ টি বাস চালোনা সম্ভব হয়েছে। টিকিট বিকিয়েছে ১ লক্ষ ৩৬ হাজার টাকার।
এছাড়াও এবার কলকাতা ও শহরতলি এবং কামারপুকুরকে কেন্দ্র করে পুজো পরিক্রমায় পাঁচটি প্যাকেজ রেখেছিল। তা থেকে ১৪ লক্ষ ৪৭ হাজার টাকার ব্যবসা হয়েছে। পরিবহণ মন্ত্রীর কথায়, এই উদ্যোগের ফলে আগামী দিনে আরও বেশি করে সরকারি বাস পথে নামানোর প্রচেষ্টা চালানো হবে। পরিবহন দফতরের আধিকারিকদের কথায় সরকারের নীতি অনুযায়ী ভাড়া না বাড়িয়েই যা সম্ভব হয়েছে।