গত দু’বছর অতিমারি পরিস্থিতির জেরে বন্ধ ছিল রেড রোডের পুজোর কার্নিভ্যাল। এ বছর করোনার প্রকোপ কমতেই ফের স্বমহিমায় ফিরছে তা। আজ, শনিবার দুপুর গড়ালেই শুরু সেই বহু প্রতীক্ষিত কার্নিভ্যাল। বিকেল সাড়ে ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই কার্নিভ্যালে অংশ নেবে ৯৫টি পুজো কমিটি। এই এলাহি আয়োজনের জন্য শহরের বিভিন্ন এলাকার যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে একাধিক রাস্তা। ঘুরপথে পৌঁছতে হবে গন্তব্যে। আবার অনেক জায়গায় পার্কিংয়ের জারি থাকবে নিষেধাজ্ঞা।
জানা গিয়েছে, এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিন বেলা ১২টা থেকে যান চলে চলাচল নিয়ন্ত্রিত হবে। বেলা ২টো থেকে বন্ধ থাকবে কুইন্সওয়ে, পলাশী রোড ও ধর্মতলা। বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড, পশ্চিমমুখী মেয়ো রোড ও হসপিটাল রোডে। বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা ট্রাফিক পুলিশ। বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহেরু রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, ডি এল খান রোড, সেন্ট্রাল এভিনিউ। এছাড়া ধর্মতলা, চৌরঙ্গী রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে, ক্যুইন্সওয়ে, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোড, হেয়ার স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে পার্কিংয়ের ওপর জারি থাকবে নিষেধাজ্ঞা।
