মাল নদীতে দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের বিসর্জনের সময় বিপর্যয়ের সাক্ষী থাকল উত্তরবঙ্গ। মাল নদীতে প্রতিমা ভাসানের সময় হড়পা বানে দুর্ঘটনার পরে এবার রায়গঞ্জের পুজো কার্নিভালেও ঘটল ভয়ানক কাণ্ড। উন্মত্ত ষাঁড়ের ধাক্কায় আহত প্রায় ৩০ জন ব্যক্তি। মৃত্যু হয়েছে একজনের। এঁদের মধ্যে কেউ এসেছিলেন সেই কার্নিভালে যোগ দিতে, আবার কেউ এসেছিলেন সেই কার্নিভাল দেখতে।
প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য জেলাগুলোর সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করা হয়েছিল। ওই কার্নিভালে রায়গঞ্জের একটি পুজো উদ্যোক্তা তাদের প্রতিমাগুলোকে ৩টি ষাঁড়ের গাড়িতে চাপিয়ে নিয়ে যাচ্ছিল। কার্নিভাল মঞ্চ পার করার পরেই হঠাৎ একটি ষাঁড় গাড়ি ছেড়ে ছুটে পালাতে যায়। অনেক কষ্টে ষাঁড় দুটিকে শান্ত করেন সেই গাড়ির চালক ও ক্লাব কর্মকর্তারা। কিন্তু ফের কিছুটা এগিয়ে গিয়েই গাড়ি কাঁধে নিয়েই ছুটতে থাকে ষাঁড় দুটি।
এসময়েই ঘটে দুর্ঘটনা।
বেসরকারি হিসাবে প্রায় ৩০ জন এই ঘটনায় আহত হয়েছেন। তবে আহতদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান। যদিও ৩ জন আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। আর তাঁদের মধ্যেই একজনের আজ সকালে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম সাধন কর্মকার। তিনি রায়গঞ্জের ভারত সেবক সমাজ ক্লাবের সভাপতি ছিলেন।