আগামী বছরেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষের কাছে পৌঁছতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যে রাজ্যজুড়ে ৫০০-র বেশি সভা করবে শাসক দল। এই সভায় মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে। এমনটাই জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
আগামী ১১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই সভা করবে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় ব্লকে ব্লকে এই সভা করার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো সম্ভব হয়। সভায় ৬ দফা ইস্যু তুলে ধরা হবে।
বাম জমানার সঙ্গে তুলনা করে বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে রাজ্য কতটা এগিয়ে সেই সমস্ত খতিয়ান তুলে ধরা হবে। একইসঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পদক্ষেপের ফলে মানুষ কতটা উপকৃত হয়েছে সেই বিষয়টিও তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। সভাতে বিজেপিকে নানাভাবে নিশানা করা হবে। বিশেষ করে কেন্দ্রের প্রতিহিংসার অভিযোগ মানুষের কাছে তুলে ধরবে রাজ্যের শাসক দল।
কইসঙ্গে, রাজ্যে আগামী দিনে ব্যাপক কর্মসংস্থান করা হবে। সেই বিষয়টিও তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ জানিয়েছেন, আগামী ১১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচিতে স্থানীয় নেতৃত্বে থেকে শুরু করে থাকবেন শীর্ষ নেতৃত্ব।