কোভিড অতিমারীর কারণে গত দু-বছর কঠোর নিয়ম অনুসরণ করতে হয়েছে ক্রিকেটারদের। এতদিন করোনা আক্রান্ত হলে নিভৃতবাসে থাকতেন তাঁরা। রিপোর্ট নেগেটিভ হলে তবেই মাঠে নামার অনুমতি মিলত। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই নিয়ম শিথিল করছে আইসিসি। জানা গিয়েছে, করোনা আক্রান্ত হলেও কোনও ক্রিকেটার নামতে পারবেন খেলতে। তবে তাঁকে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম। করোনাবিধি অনেকটা শিথিল করেছে অস্ট্রেলিয়া সরকার। আগে কোভিড হলে পাঁচ দিনের বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হত সে দেশে। সেই নিয়ম আর নেই। তাই কড়াকড়ি কমিয়ে এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
পাশাপাশি জানা গিয়েছে, বাধ্যতামূলক করোনা পরীক্ষাও করা হবে না ক্রিকেটারদের। যদি কোনও ক্রিকেটার শরীরে উপসর্গ দেখা যায় তবেই পরীক্ষা করা হবে। কোভিড রিপোর্ট পজিটিভ এলে সেই ক্রিকেটারকে দলের বাকিদের থেকে একটু দূরে থাকতে হবে। কারও সংস্পর্শে আসতে পারবেন না তিনি। তবে ব্যাট, বল, ফিল্ডিং করতে কোনও বাধা থাকবে না উক্ত ক্রিকেটারের।