বিজয়া দশমীর রাতে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। মাল নদীতে হরপা বানের জেরে প্রাণ হারিয়েছে ৮ জন। আর এই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ, মাল নদীর গতিপথ আটকানো হয়েছিল। শেষমেশ আজ সেই অভিযোগ খারিজ করে দিলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু।
প্রসঙ্গত, আজই মালবাজারের ঘটনাস্থলে গিয়েছিল বিজেপির প্রতিনিধিদল। সেখানে এই মন্তব্য বিরোধীদের তোলা অভিযোগকে নস্যাৎ করে দিল। “কোনও বাঁধ নির্মাণের কাজ চলছিল না। নদীর গতিপথ আটকানো হয়নি। শুধুমাত্র নাব্যতা বাড়ানোর জন্য চ্যানেল করা হয়েছিল। মাল নদীতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে হড়পা বানে মৃত্যু হয়েছে ৮ জনের। মাল নদীতে কোনও বাঁধ নির্মাণ করা হয়নি। যেহেতু ওই নদীতে জল কম থাকে তাই ভালভাবে প্রতিমা নিরঞ্জন করার জন্য চ্যানেল কাটা হয়েছিল। তবুও যে সব অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে নদী বিশেষজ্ঞ-সহ অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে তদন্ত করা হবে”, জানিয়েছেন জেলাশাসক।