দেবীর বিদায়বেলাতেও বৃষ্টিতে ভিজতে পারে বাংলায়। সারা দুর্গাপুজো জুড়েই রাজ্যে ইতিউতি দাপট দেখিয়েছে বৃষ্টি। বিজয়া দশমীতেও বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত। আর এর প্রভাবেই দশমীর দিনেও মুখ ভার থাকবে আকাশের। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবছর ষষ্ঠী থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। মাঝে মধ্যেই পশলা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিনও মেঘলা থাকবে শহরের আকাশ। পাশাপাশি গুমোট আবহাওয়ার জন্য বাড়বে অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম এবং এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনও জেলাতেই নেই। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, দশমীতে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের ভ্রূকুটি। প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় বদল আসতে পারে। সেক্ষেত্রে নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। যদিও এই মুহূর্তেই নতুন কোনও নিম্নচাপের পূর্বাভাস নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।