প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হুগলির পুরশুড়ায়। উদ্ধার হল জনৈক তৃণমূল কর্মীর মুণ্ডুকাটা দেহ। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরশুড়ার তোকিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত এই তৃণমূল কর্মীর নাম শেখ রফিক, বয়স ৩০ বছর। পুজোর আগে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক শুরু হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রফিকের বাড়ি সোদপুরের রাউতারা গ্রামে। তাঁর স্ত্রী ও তিন বছরের একটি শিশু রয়েছে। তিনি সাহেব নামেই পরিচিত ছিলেন এলাকায়। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও রফিক তোকিপুর এলাকায় যান। স্থানীয় একটি ক্লাবেই ছিলেন তিনি। কিন্তু তারপর থেকে আর তাঁর দেখা পাওয়া যায়নি।
এরপর বুধবার সকালে রফিকের মুণ্ডুহীন দেহ তকিপুর রেলস্টেশনের পাশে দেখতে পান স্থানীয় মানুষেরা। রফিকের দেহ থেকে প্রায় ৭০০ মিটার দূরে ক্ষত-বিক্ষত মুণ্ডু একটি ঝোপের পাশে পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুড়শুড়া পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তৃণমূলের অভিযোগ, রফিককে খুন করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।