এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ঘটে গেল এক চরম মর্মান্তিক ঘটনা। সে রাজ্যের ভোপালে নিজের সদ্যোজাত যমজ শিশুদের গলা টিপে খুন করে কবর দিল মা। প্রথমে অভিযুক্ত মহিলা পুলিশে তাঁর দুই সন্তানের নিখোঁজ হওয়ার ডায়রি দায়ের করেন। কিন্তু শেষ পর্যন্ত জেরায় তিনি নিজের অপরাধ কবুল করেন। পুলিশ একটি ঝোপের পাশ থেকে দুই শিশুর দেহ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বপ্না ধকড় জানিয়েছেন, তাঁর ভয় ছিল অভাবের সংসারে আরও দুটো পেট চালানো তাঁদের পক্ষে সম্ভব হবে না। তাই তিনি এই ভয়ংকর ঘটনাটি ঘটিয়েছেন।
স্বপ্না আরও জানিয়েছেন, তাঁদের আরও একটি সন্তান রয়েছে। তার বয়স ৩ বছর। এদিকে স্বামী ছ’মাস হয়ে গেল বেকার। সংসার চালানোই দায়। এর উপর রয়েছে শ্বশুরবাড়ির বাকিদের নিয়মিত গঞ্জনা। পরিস্থিতি এমনই তৈরি হয়েছিল, যে ২ মাস পরে পেট ভরানোর খাবারটুকুও জুটত না। তাই শেষ পর্যন্ত নিজের যমজ সন্তানদের খুন করেন স্বপ্না। এরপর গত ২৩ সেপ্টেম্বর তিনি পুলিশের কাছে নিখোঁজ ডায়রি করেন। জানান, একটি গণ শৌচাগারের সিঁড়িতে শিশুদের রেখে গিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেছিলেন তারা নেই।কিন্তু জেরা শুরু হতে ক্রমে ভেঙে পড়েন স্বপ্না। স্বীকার করে নেন নিজের অপরাধ।