মহালয়ার দিনে রাজ্য জুড়ে ২৫৩ টি পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রতিটি জেলায় ন্যূনতম দশটি করে পুজো ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কলকাতার কয়েকটি নামকরা পুজোরও উদ্বোধন মহালয়াতেই সেরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারও মুখ্যমন্ত্রী কলকাতার ১২টি পুজোর উদ্বোধন করেছেন। এবার আজ, মঙ্গলবার ১৬টি পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা জুড়ে। মূলত দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী চত্বর জুড়ে এই পুজোগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, শীতলা মন্দির, আলিপুর সার্বজনীন, কোলাহল, একডালিয়া এভারগ্রীন, সিংহি পার্ক, ফাল্গুনী সংঘ, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্তান পার্ক, শিব মন্দির, মুদিয়ালি, ৬৬ পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ, সংঘশ্রী, মুক্তাদল এবং ত্রিধারা সম্মেলনের পুজো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে এই ত্রিধারা পূজা মণ্ডপ থেকেই রাজ্যজুড়ে কয়েকশো পুজোর ভার্চুয়াল উদ্বোধন করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার প্রস্তুতিও ইতিমধ্যেই নেওয়া শুরু করেছে নবান্ন।
নবান্ন সূত্রে খবর, জেলাগুলি থেকে যে পুজোর তালিকা এসছে দ্বিতীয় পর্যায়ে তার মধ্য থেকে দুই-তৃতীয়াংশ পুজোর উদ্বোধন এদিন ভার্চুয়ালি করবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তবে শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলা থেকে একাধিক পুজোর উদ্বোধন করার জন্য নবান্নে বিভিন্ন পূজা কমিটি চিঠি জমা দিয়েছে। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবারের পর বুধবারও একাধিক পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। বুধবার একাধিক জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী।